Khola Janala lyrics

by

Tahsin Ahmed



[Chorus 1]
খোলা জানালা দখিনের বাতাসে
ঢেকে যায় পর্দার আড়ালে
কখন তুমি এসে হেসে বলে দাও
আছি তোমার পাশে
বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা
চলতে ভীষণ ভয়
তুমি এসে বলে দাও
আছি আমি পাশে
করো না কিছুতেই ভয়

[Chorus 2]
কখনও ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনও বুঝিনি ফিরে আসবে না
আমার পৃথিবী রাঙিয়ে

[Verse 1]
অনেক পথের পথিক আমি, ক্লান্ত সর্বশেষ
তোমার পথের ঠিকানা খুঁজে আমি আজ অবশেষ
তুমি আমার প্রথম ও শেষ জীবনের ভালোবাসা
তোমার মাঝে তাইতো আমার জীবনের শত আশা

[Chorus 2]
কখনও ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনও বুঝিনি ফিরে আসবে না
আমার পৃথিবী রাঙিয়ে
[Verse 2]
সাদা আকাশে মেঘের ভেলা
রথে রঙের খেলা
কখনও কালো, কখনও নীল
কখনও বা ধূসর-সাদা
আমার আকাশ জুড়ে ছিল
তোমারই রঙের মেলা
সাদার মাঝে কালো বসিয়ে
তোমারই বিদায়ের পালা

[Chorus 2]
কখনও ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনও বুঝিনি ফিরে আসবে না
আমার পৃথিবী রাঙিয়ে

[Chorus 1]
খোলা জানালা দখিনের বাতাসে
ঢেকে যায় পর্দার আড়ালে
তখন তুমি এসে হেসে বলে দাও
আছি তোমার পাশে
বহুদূর পথ ভীষণ আঁকাবাঁকা
চলতে ভীষণ ভয়
তুমি এসে বলে দাও
আছি আমি পাশে
করো না কিছুতেই ভয়
[Chorus 2]
কখনও ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনও বুঝিনি ফিরে আসবে না
আমার পৃথিবী রাঙিয়ে
কখনও ভাবিনি চলে যাবে তুমি
আমাকে এভাবে কাঁদিয়ে
কখনও বুঝিনি ফিরে আসবে না
আমার পৃথিবী রাঙিয়ে
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net