ধীরে ধীরে যাও না সময় (Dhire Dhire Jao Na Somoy) lyrics
by Habib Wahid
ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও
আর একটু ক্ষণ রও না সময়
একটু পরে যাও
ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও
আর একটু ক্ষণ রও না সময়
একটু পরে যাও
জানি জীবন গল্পে অনেক ধাঁধা
একটু হাসি অনেক কাঁদা
তবু হিসাব-নিকাশ চুলোয় দিয়ে
দুঃখের সঙ্গে আড়ি নিয়ে
করবো একটু বাড়াবাড়ি
ভালো পাওয়ার কাড়াকাড়ি
যাক সব থেমে যাক
ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও
আর একটু ক্ষণ রও না সময়
একটু পরে যাও
ধীরে ধীরে যাও না সময়
আরও ধীর বও
আর একটু ক্ষণ রও না সময়
একটু পরে যাও