Tribhuboner Priyo Muhammad lyrics

by

Kazi Nazrul Islam


ত্রিভুবনের প্রিয় মোহম্মদ এলো রে দুনিয়ায়।
আয় রে সাগর আকাশ বাতাস, দেখবি যদি আয়।।

ধূলির ধরা বেহেশ্তে আজ জয় করিল দিলোরে লাজ।
আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়।।

দেখ্ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে।
কচি মুখে শহাদতের বাণী সে শোনায়।।

আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেলো মাফী।
দুনিয়া হতে বেইনসাফী জুলুম নিল বিদায়।।

নিখিল দরূদ পড়ে লয়ে নাম সল্লল্লাহু আলাইহি ও সাল্লাম
জিন পরী ফেরেশ্‌তা সালাম জানায় নবীর পায়।।
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net