Aami Shei Manushta Aar Nei - Reprise (Female) lyrics

by

Anupam Roy


[Verse 1]
পৃথিবীর কলতান সমবেত সুরে
সবকিছু ফেলে আজ চলে যাবো দূরে
আমি সেই মানুষটা নেই
আমি সেই মানুষটা নেই

[Verse 2]
আধখানা ইতিহাস পড়ে থাকে পথে
বাকিটুকু ভুলে যেও তুমি কোনোমতে
আমি সেই মানুষটা নেই
তলিয়ে গেছি চোরাবালিতে
চোখে জল আসে না আর
খুবই তুচ্ছ এ ব্যপার
আমি এগিয়ে যাই এবার

[Verse 3]
সময়ের কাছে নতজানু হয়ে
অনুতাপে ক্ষয়ে ক্ষয়ে
সব যন্ত্রণা রাগে ছিলো সয়ে
আমার মুখটি খুঁজি মহাকাশে
স্মৃতি ম্লান মুখে হাসে
শেষ ভরসা ফেরায় অনায়াসে
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net