Dhaka Ratey lyrics
by Arnob
শহর জুড়ে রাত্রি আসে নিয়নে
চাঁদের চিঠি ভুল ঘরে দেয় পিয়নে
অনেক দূরে কমলাপুরে ট্রেনের বাঁশি
বাস ডিপোতে বৃদ্ধ বাসের হঠাৎ কাশি
শহর জুড়ে রাত্রি আসে নিয়নে
চাঁদের চিঠি ভুল ঘরে দেয় পিয়নে
অনেক দূরে কমলাপুরে ট্রেনের বাঁশি
বাস ডিপোতে বৃদ্ধ বাসের হঠাৎ কাশি
নিঝুম শহর কারফিউ দেয় পাহারা
শহরটা কি মরুভূমি সাহারা
নিঝুম শহর কারফিউ দেয় পাহারা
শহরটা কি মরুভূমি সাহারা
ছোট্ট খোকা স্বপ্ন বোনে কোন খেয়ালে
কী যেন কী হচ্ছে লেখা দেওয়ালে
ঘুমায় পাড়া, প্রাণের সাড়া বিহনে
মরণকাঠি শরীর ছোঁয়া জীয়নে
ঘুমায় পাড়া, প্রাণের সাড়া বিহনে
মরণকাঠি শরীর ছোঁয়া জীয়নে
ঘুমায় পাড়া, প্রাণের সাড়া বিহনে
মরণকাঠি শরীর ছোঁয়া জীয়নে
ঘুমায় পাড়া, প্রাণের সাড়া বিহনে
মরণকাঠি শরীর ছোঁয়া জীয়নে