DOYAL lyrics

by

SHEZAN



[Chorus: Andrew Kishore, KAYES & RAKIB]
ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশি দিন তোদের মাঝারে
হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবোনা আর বেশি দিন তোদের মাঝারে
হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে

[Verse: SHEZAN]
আমি দেখিলাম কতজন শত জনের শত মন
যতক্ষণ থাকে দম দেইখা যাবি শত রঙ
শতরঞ্জের এই খেলায় ডুইবা রইছে কতজন
এই পারে বসবাস ঐ পার যাইতে কতক্ষণ?
ভিতরের কথা কইয়া বেড়াই বাউলা গানে
পাগলা ঠিকানা মাটির তলে অন্তর ঠিকই জানে
আমায় আটকায়া রাখবি কেডা মায়া-মোহের বানে
হায় রে, মন আমার হারায়া যায় তারেই আউলা টানে
মাওলা জানে কত কুলায়, শয়তান চলার পথে ভুলায়
ভবে আপনজনও পর হয়া যায় স্বার্থ যহন ফুরায়
তোর মানিকজোট, জান চক্কর যাইবো কোন চুলায়?
মাটির দেহ মাটি হয়া মিশা যাইবো ধুলায়
মানুষ চক্ষু থাকতেও দেহে না, আসল-নকল চিনে না
মইরা গেলে কাইন্দা বেঁহুশ, বাঁইচা থাকতে গুণে না
দুঃখে নাইগা কেহ, সুখে ভাগ বয়াইতে ভুলে না
ওই, রঙের দুনিয়াতে দয়াল হিসাব আমার মিলে না
তাই
[Chorus: KAYES & RAKIB]
ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবো না আর বেশি দিন তোদের মাঝারে
হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবোনা আর বেশি দিন তোদের মাঝারে
হায় রে, ডাক দিয়াছেন দয়াল আমারে

[Outro: Andrew Kishore]
দয়াল আমারে
দয়াল আমারে
দয়াল আমারে
দয়াল আমারে
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net