Bichoron lyrics
by Aurthohin
তুমি অনেক জনপ্রিয়
উঠতে, বসতে, হাততালিতে
আমায় তুমি হটাতে চাও
মোর বিচরণ অন্যখানে
অন্যখানে
অন্যখানে
তুমি অনেক জনপ্রিয়
উঠতে, বসতে, হাততালিতে
আমায় তুমি হটাতে চাও
মোর বিচরণ অন্যখানে
চুরি করা রং মাখানো
গান পাওয়া যায় মাঠেঘাটে
তুমি আমায় গান শোনাবে?
মোর বিচরণ অন্যখানে
দেখো আজ চারিপাশে
আঁধার আসছে ধেয়ে
কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে?
তুমি অনেক জনপ্রিয়
আমায় তুমি হটাতে চাও
অন্যখানে
জনপ্রিয়তার লোভেতে
দিচ্ছো বেচে ছেলে মেয়েকে
যখন তারা বড় হবে
রাখবে কি হাত তোমার হাতে?
ভাবছো তুমি চুপ থাকলে
অতীত সবাই ভুলে যাবে
আমায় তুমি কি ভোলাবে?
মোর বিচরণ অন্যখানে
দেখো আজ চারিপাশে
আঁধার আসছে ধেয়ে
কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে?
ভণ্ডামি আর বেচবে কত?
বাজারদর যে গেছে নেমে
দরের হিসেব কষি নি আমি
মোর বিচরণ অন্যখানে
সবকিছুই আজ বেশি বেশি
চামচা দ্বারা মুখটা খোলে
একবারও কি মাথায় আসে
কোথায় ছিলে, কোথায় যাবে?
দেখো আজ চারিপাশে
আঁধার আসছে ধেয়ে
কোথায় তুমি লুকোবে?
কোথায় তুমি হারাবে?