Jokhon Tumi Nai lyrics
by Aurthohin
[Verse 1]
চাঁদের দিকে চোখ যায় না
সাগরের ঢেউ আর শুনি না
কবিতাতে সুর বসে না
কড়া রোদে ছায়া খুঁজি না
শেষরাতেও ঘুম আসে না
সূর্যে আমার চোখ পোড়ে না
গল্পের বই ভাল্লাগে না
চিন্তাগুলোর জট খোলে না
[Chorus]
(তুমি নাই)
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই
[Verse 2]
গানের খাতায় ধূলো পড়ে
দমবন্ধ প্রতি রাতে
শুকনো আকাশ, বৃষ্টি চোখে
বিদায় আলো, আঁধার ডাকে
মস্তিষ্কে কান্না নাচে
তুষার ঝড় আগুনে পোড়ে
ছয় তারে জং বাড়ে
শুন্যতাটাই জাপটে ধরে
[Chorus]
(তুমি নাই)
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই
[Verse 3]
আঁধার রাতে পথ হারালে আমার এই হাতটা ধরবে কে?
হতাশায় চোখ ঝাপসা হলে আমার এই চোখ মুছে দেবে কে?
আমার এই শরীর আজ বরফে পুড়ে হয়ে যাচ্ছে যে ছাই!
[Chorus]
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই
[Instrumental]
[Chorus]
(তুমি নাই)
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই
যখন তুমি নাই