Didha (From “BORBAAD”) lyrics

by

Pritom Hasan



[Verse 1]
জানি না কী করে তুমি এসে হৃদয়ে
খুলে দিলে সব জানালা তোমারই উষ্ণ হাতে
তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি
একটু সময় করে কি নিয়ে যাবে আমাকে?

[Pre-Chorus]
কাটে রাত, যায় দিন
অপেক্ষায় দরজা খোলা মনের
কোন সাগরে মন ডুবে যায়
তীরের দেখা পাবে কি হৃদয়?

[Chorus]
কখনো রোদ তুমি, কখনো জোছনা
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?
কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?

[Verse 2]
দ্বিধা ভুলে আসবে তুমি কবে?
ধরবে এ দু'টি হাত, সব অতীত মুছে যাবে
আশা নিয়ে বেঁচে রবো দিনশেষে
সব সুখেরই ঠিকানা হবে আমাদের ঘরে

[Pre-Chorus]
কাটে রাত, যায় দিন
অপেক্ষায় দরজা খোলা মনের
কোন সাগরে মন ডুবে যায়
তীরের দেখা পাবে কি হৃদয়?
[Chorus]
কখনো রোদ তুমি, কখনো জোছনা
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?
কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না?
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net