Mondo Hotona lyrics
by Pritom Hasan
[Verse 1]
টুপ-টাপ ধোঁয়া
সাথে তোর হাত ছোঁয়া
কপালে চুমু আঁকা
গন্তব্যের শরীরে
সব আলপনা ভালো
ভুল-ত্রুটি নিয়ে বাঁচা
[Pre-Chorus]
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
[Chorus]
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
[Instrumental Break]
[Verse 2]
আড়ি পেতে থাকে পিছুটান
আড়ি পেতে থাকে পিছুটান
কোথায় হারায় বন্ধু
ছায়ানটে অদৃশ্য আবির
জলছবি জুড়ে সিন্ধু
ছায়ানটে অদৃশ্য আবির
জলছবি জুড়ে সিন্ধু
[Chorus]
তুমি আমার হলে মন্দ হতো না
[Pre-Chorus]
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
ফেলে আসা নিস্তব্ধতার ভিড়ে
অনিয়ম অযথা শরীরে
[Chorus]
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না
তুমি আমার হলে মন্দ হতো না