Shoroter Shesh Thekey lyrics

by

Pritom Hasan



[Verse 1]
গ্রীষ্মতে
ছায়ার মতো শীতল চোখ তোমার
মেঘ হয়ে
ঢেকেছে যত রোদ জানালার

[Pre-Chorus 1]
হয়নি সাহস কথা বলার তবু
তোমার নামে
লিখে গেছি এক চিঠি শতবার

[Chorus]
শরতের শেষ থেকে
বসন্ত পুরোটা ভেবে তোমাকে
কেটে যাবে
যদি মন থেকে
ডেকে দেখো আমায় পেয়ে যাবে
পেয়ে যাবে

[Verse 2]
যে রাতে
তোমার দু'চোখ ঘুমহীন আবার
সেই রাতে
তোমার কাছে পাঠাবো চাঁদ আমার

[Pre-Chorus 2]
আলো দেবে সে জেগে রাতভর
তারার সাথে
আর গল্প শোনাবে তোমার আমার
[Chorus]
শরতের শেষ থেকে
বসন্ত পুরোটা ভেবে তোমাকে
কেটে যাবে
যদি মন থেকে
ডেকে দেখো আমায় পেয়ে যাবে
পেয়ে যাবে

[Outro]
শরতের শেষ থেকে
শরতের শেষ থেকে
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net