Shorgohara (Outro) lyrics

by

Pritom Hasan



[Chorus]
স্বর্গহারা নগর তারার শোকে চেয়ে থাকে রাতেরই আকাশে
সে সুখ খোঁজে আমার রাতেরই আকাশে
কোলাহল নীরব দেয়াল মাঝে
খেয়াল কে আর রাখে অচেনা এ রাতে?
খেয়াল কে আর রাখে অচেনা এ রাতে?
চেনা রাতে!

[Instrumental Break]

[Outro]
এই গান আঁধার রাতে ভেসে যাক তোমার কানে
হারানো সুরের মাঝে তোমাকেই শুধু হৃদয় চিনে
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net