Parbona lyrics
by Arijit Singh
[Pre-Chorus: Arijit Singh]
ভাল্লাগে হাঁটতে তোর হাত ধরে
ভাবনা তোর আসছে দিন রাত ধরে
ভাল্লাগে হাঁটতে তোর হাত ধরে
ভাবনা তোর আসছে দিন রাত ধরে
এলোমেলো মনটাকে
কী করে আর রাখে
কেন আমি এত করে তোকে চাই?
[Chorus: Arijit Singh]
পারবো না, আমি ছাড়তে তোকে
পারবো না, আমি ভুলতে তোকে
পারবো না, ছেড়ে বাঁচতে তোকে
হয়ে যা না রাজি একবার
[Pre-Chorus: Arijit Singh]
ভাল্লাগে চাইলে তুই আড় চোখে
চাইছি তোর ওই দুচোখ আর তোকে
ভাল্লাগে চাইলে তুই আড় চোখে
চাইছি তোর ওই দু'চোখ আর তোকে
এলোমেলো দিস করে, সারাটা দুপুর ধরে
বসে বসে বুনে চলি কল্পনায়
[Chorus: Arijit Singh]
পারবো না, আমি ছাড়তে তোকে
পারবো না, আমি ভুলতে তোকে
পারবো না, ছেড়ে বাঁচতে তোকে
হয়ে যা না রাজি একবার
[Verse: Prashmita Paul]
দেখা দিয়ে তুই চলে চলে যাস
কী কারণে বল এত কিছু চাস
আমিও কি চেয়ে বসি তোর কাছে
সাধাসিধে মন করে কী এখন
কী কারনে বল এত উচাটন?
আমিও কি পেয়ে বসি তোর কাছে
কথা ছিলো কথা রাখার, আমায় ডাকার
[Chorus: Arijit Singh]
পারবো না, আমি ছাড়তে তোকে
পারবো না, আমি ভুলতে তোকে
পারবো না, ছেড়ে বাঁচতে তোকে
হয়ে যা না রাজি একবার