Ami Apar Hoye lyrics

by

Sahana Bajpaie


[Chorus]
আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়

[Refrain]
পাড়ে লয়ে যাও আমায়

[Verse 1]
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
ও আমি তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়

[Refrain]
পাড়ে লয়ে যাও আমায়

[Chorus]
ও আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়

[Verse 2]
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
ও আমি নাম শুনেছি পতিত পাবন
আমি নাম শুনেছি পতিত পাবন
তাইতে দেই দোহাই
[Refrain]
পাড়ে লয়ে যাও আমায়

[Chorus]
ও আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়

[Verse 3]
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
ও ফকির লালন বলে
ও ফকির লালন কয়, অকুলের পতি
কে বলবে তোমায়?

[Refrain]
পাড়ে লয়ে যাও আমায়

[Chorus]
ও আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পাড়ে লয়ে যাও আমায়

[Outro]
পাড়ে লয়ে যাও আমায়
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net