O Je Mane Na Mana lyrics

by

Sahana Bajpaie


ও যে মানে না মানা
ও যে মানে না মানা
আঁখি ফিরাইলে বলে, না, না, না
ও যে মানে না মানা
ও যে মানে না মানা
আঁখি ফিরাইলে বলে, না, না, না
ও যে মানে না মানা
ও যে মানে না মানা

যতো বলি, নাই রাতি, মলিন হয়েছে বাতি
যতো বলি, নাই রাতি, মলিন হয়েছে বাতি
মুখপানে চেয়ে বলে, না, না, না
ও যে মানে না মানা
ও যে মানে না মানা

বিধুর বিকল হয়ে খেপা পবনে
ফাগুন করিছে হা-হা ফুলের বনে
বিধুর বিকল হয়ে খেপা পবনে
ফাগুন করিছে হা-হা ফুলের বনে
আমি যত বলি, তবে এবার যে যেতে হবে
আমি যত বলি, তবে এবার যে যেতে হবে
দুয়ারে দাঁড়ায়ে বলে, না, না, না

ও যে মানে না মানা
ও যে মানে না মানা
আঁখি ফিরাইলে বলে, না, না, না
ও যে মানে না মানা
ও যে মানে না মানা
আঁখি ফিরাইলে বলে, না, না, না
ও যে মানে না মানা
ও যে মানে না মানা
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net