Aaji Jhorer Raate Tomar lyrics

by

Sahana Bajpaie


আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার
আকাশ কাঁদে হতাশ-সম
নাই যে ঘুম নয়নে মম
আকাশ কাঁদে হতাশ-সম
নাই যে ঘুম নয়নে মম
দুয়ার খুলি হে প্রিয়তম
চাই যে বারেবার
পরানসখা বন্ধু হে আমার
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার

বাহিরে কিছু দেখিতে নাহি পাই
তোমার পথ কোথায়, ভাবি তাই
বাহিরে কিছু দেখিতে নাহি পাই
তোমার পথ কোথায়, ভাবি তাই
সুদূর কোন নদীর পাড়ে
গহন কোন বনের ধারে
সুদূর কোন নদীর পাড়ে
গহন কোন বনের ধারে
গভীর কোন অন্ধকারে হতেছো তুমি পাড়
পরানসখা বন্ধু হে আমার
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
পরানসখা বন্ধু হে আমার
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net