Jiboner Ba Pashe lyrics

by

Black (BD)


জানি না
এভাবে কে বসে থাকে
জীবনের বাঁ-পাশে হাঁটে
হাঁটে আর দেখে
বায়বীয় এক সুখ
ভীষণ অসুখ

এই তো সব
আর কিছু যে নেই
কেবলই শূন্যতার ছাই
ভাসে নিরন্তর
ভাসে কেবলই বাঁ-পাশে
ভাসে...

হাঁটে আর দেখে
(এসব, আর কিছু নেই)
বায়বীয় এক সুখ
(কেবলই শূন্যতার ছাই)

হাঁটে আর দেখে
বায়বীয় এক সুখ
ভীষণ অসুখ
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net