Amar Prithibi lyrics

by

Black (BD)


[Verse 1]
ছায়ারা সরে যাবে
জানি সূর্য উঠবে
মৃত সব গাছের নিচে
আগুন জ্বলবে

[Verse 2]
বুকের গভীরে নদী
কুয়াশা, কুয়াশা
পাথরের উপর বসে
দেখছি এসবই

[Chorus]
তাকিয়ে আছে মৃত্যুর এপারে
জীবনের সুতীব্র উল্লাস দেখি আমি
সাদা রোদে ভাসছে সবই

[Verse 3]
পায়ে পায়ে ফিরে আসি আবার
নিভৃতে বুনি দুঃখের গান
অনন্ত আগুনে পুড়ে অনিদ্র চোখ
আমার বিবেক পোড়ে সূর্যের নিচে

[Chorus]
তাকিয়ে আছে মৃত্যুর এপারে
জীবনের সুতীব্র উল্লাস দেখি আমি
সাদা রোদে ভাসছে সবই
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net