Kromosho lyrics

by

Shonar Bangla Circus


আকাশে চোখের পলকের চেয়ে দ্রুতগতির নভোযানে
আমি তোমার কাছে যেতে যেতে টের পাচ্ছি
আমি আসলে তোমার থেকে অনেক দূরে সরে যাচ্ছি ক্রমশ
সরে যাচ্ছি ক্রমশ

একটা ইস্পাতের মুখোশের নিচে
হারিয়ে যাচ্ছে তোমার মাংসল মুখ
ইট বালি সুড়কির পোশাকের নিচে
শুকিয়ে যাচ্ছে তোমার সবুজ দেহ
ক্রমশ, ক্রমশ

আমি ভাবছি আর দেখছি আর টের পাচ্ছি
তুমিও আমার মতো ভাবছো আর দেখছো আর টের পাচ্ছো
আমি আসলে তোমার থেকে দূরে যাচ্ছি ক্রমশ
আমি আসলে তোমার থেকে সরে যাচ্ছি ক্রমশ
আমি আসলে তোমার থেকে দূরে যাচ্ছি ক্রমশ
আমি আসলে তোমার থেকে দূরে যাচ্ছি ক্রমশ

একটা ইস্পাতের মুখোশের নিচে
হারিয়ে যাচ্ছে তোমার মাংসল মুখ
ইট বালি সুড়কির পোশাকের নিচে
শুকিয়ে যাচ্ছে তোমার সবুজ দেহ
ক্রমশ, ক্রমশ
ক্রমশ, ক্রমশ
ক্রমশ, ক্রমশ
ক্রমশ
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net