Khorshad Shazib - Notun Jibon (Bengali Translation) lyrics

by

Genius Bengali Translations (বাংলা অনুবাদ)


[Verse 1]
হৃদয় মানে না কোনো কারণ
ভালোবাসা কখনো হারিয়ে গেলে
প্রিয় মুখ, প্রিয় মুহূর্ত
বেঁচে থাক স্মৃতি

সত্যি কথা কেউ কারো নয়
কারো জন্যে বসে থাকে না কেউ
জীবন খুব ছোট

[Verse 2]
হৃদয় থমকে পরে থাকে
হতাশার চাদরে মুখ লুকিয়ে
খুঁজে ফেরে, মনে পরে যায়
প্রিয় সব স্মৃতি

আমি জানি সময় পাল্টে যাবে
রূপকথার মতো ফিরবে না কেউ
উত্তর খুঁজি জীবনের মাঝে

[Pre-Chorus]
দুঃখ নিয়ে একা আর কতদিন
কান্না সব পুড়ে যাক
সব ভুলে মিশে যাও মানুষের মাঝে
আকাশের মেঘ সরে যাক
[Chorus]
শুরু হোক
নতুন জীবন
বেঁচে থেকো
ভালোবেসো
বেঁচে থেকো

[Bridge]
এখানেই শেষ নয়, পৃথিবীর আরো গহীনে
খুঁজে পাবে, বেঁচে থাকার অনেক কারণ
ভুলে সব অভিমান, মিশে যাও মানুষের মাঝে
খুঁজে পাবে, ভালোবাসার অনেক কারণ

[Chorus]
শুরু হোক
নতুন জীবন
বেঁচে থেকো
ভালোবেসো
বেঁচে থেকো
ভালোবেসো
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net