Amon Chena lyrics

by

Ashes (BGD)


এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে না চোখে
এমন সুখের আনন্দের চাইতে
দুঃখ পাওয়া ভালো
আআআ... আহারেএএএএ

এমন মাটির বাসার চাইতে
আকাশের চিল ভালো
ছোট বেলার খেলার সাথী
বড় হয়ে বদলে গেছে
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে না চোখে

এমন গানের লাইনের চাইতে
বালিশ ধরে কান্না ভালো
এমন কথা শোনার চাইতে
ধুঁকে ধুঁকে মরা ভালো
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে নাহ চোখে
আআআ... আহারেএএএএ

এমন পোড়া মনের চাইতে
সুনীলের কবিতা ভালো
জনম ধরে কষ্টের কথা
বলতে বলতে জনম গেলো
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে নাহ চোখে
এমন সুখের আনন্দের চাইতে
দুঃখ পাওয়া ভালো

আমার একটা মানুষ হইলো না
যে আগা গোড়া জানবে আমারে
আমার একটা মানুষ হইলো না
যে আগা গোড়া জানবে আমারে

আমার একটা মানুষ হইলো না
যে আগাগোড়া জানবে আমারে
আমার একটা মানুষ হইলো না
যে আগাগোড়া জানবে আমারে
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net