Behula lyrics

by

Jiafei


[Verse 1]
ভাগ্য আমায় ছোবল মারে
রক্তে বিষের জ্বালা
তুমি আমার আঁধার রাতে
১০০ তারার মালা
তোমার আমার এই কাহিনি
হাজার বছর ধরে
ভালোবাসার গান শোনাবে
প্রাচীন কোনো সুরে

[Chords]
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা

[Verse 2]
ছাইড়া গেল স্বজন সুজন
তুমি তবু পাশে
তোমার মতন এমন করে
আর কে ভালোবাসে?
তোমার কায়া বড়ো মায়া
বটের ছায়া চোখে
আগলে রাখো বন্ধু আমায়
এই দুনিয়া থেকে
[Chords]
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা

[Bridge]
কালো মেঘে ডুবল আকাশ
বজ্র হানাহানি
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি
কালো মেঘে ডুবলো আকাশ
বজ্র হানাহানি
আকাশ জানে তোমায় ভালো
বাসি কতখানি

[Chords]
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
ও বেহুলা
আমি মরলে
আমায় নিয়ে ভাসাইও ভেলা
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net