Janina Keno Je lyrics

by

Hatirpool Sessions


[Chorus]
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
মেঘের ওপাশে, নীলে ভেসে ভেসে
স্মৃতির আবেশে হেসে হেসে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
মেঘের ওপাশে, নীলে ভেসে ভেসে
স্মৃতির আবেশে হেসে হেসে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে

[Verse 1]
চঞ্চল মন হায় উড়িয়া যেতে চায়
সবুজ বনে বাঁদাড়ে
করিয়া কানাকানি বিষয় না জানি
নিশীথ অসীম আঁধারে
চঞ্চল মন হায় উড়িয়া যেতে চায়
সবুজ বনে বাঁদাড়ে
করিয়া কানাকানি বিষয় না জানি
নিশীথ অসীম আঁধারে
[Pre-Chorus]
মেঘের ওপাশে, নীলে ভেসে ভেসে
স্মৃতির আবেশে হেসে হেসে

[Chorus]
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে

[Verse 2]
চঞ্চল মন যায় স্বপ্নে মৃদু পায়
হারাতে দূরে পাহাড়ে
সংগী হতে চায় পড়িয়া মোহনায়
মিশিতে গহীন সাগরে
চঞ্চল মন যায় স্বপ্নে মৃদু পায়
হারাতে দূরে পাহাড়ে
সংগী হতে চায় পড়িয়া মোহনায়
মিশিতে গহীন সাগরে

[Pre-Chorus]
মেঘের ওপাশে, নীলে ভেসে ভেসে
স্মৃতির আবেশে হেসে হেসে

[Chorus]
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
জানি না কেন যে আজ মন
হারালো দূর আকাশে
মেঘের ওপাশে, নীলে ভেসে ভেসে
স্মৃতির আবেশে হেসে হেসে
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net