Carew & Co lyrics
by Hatirpool Sessions
[Verse]
কুয়াশায় মোড়া জোছনা
নদীতে প্রতিবিম্ব
কী অবাক করা দৃশ্য
দেখে একদম হতভম্ব
কুয়াশায় মোড়া জোছনা
নদীতে প্রতিবিম্ব
কী অবাক করা দৃশ্য
দেখে একদম হতভম্ব
[Pre-Chorus]
আহারে কী জীবন
কী সুন্দর এ ভুবন
আহারে, আহারে কী জীবন
আহারে কী জীবন
কী সুন্দর এ ভুবন
আহারে, আহারে কী জীবন
[Chorus]
ঝিরিঝিরি হাওয়া ছিলো
তবু কাঁপিনি শীতে কনকন
হাতে ছিলো সিগারেট
সাথে কেরু এন্ড কোং
ঝিরিঝিরি হাওয়া ছিলো
তবু কাঁপিনি শীতে কনকন
হাতে ছিলো সিগারেট
সাথে কেরু এন্ড কোং
[Post-Chorus]
সে যে কী অনুভব
একাই এক উৎসব
আহারে, আহারে কী জীবন
সে যে কী অনুভব
একাই এক উৎসব
আহারে, আহারে কী জীবন
[Instrumental Break]
[Verse 2]
চাঁদ ডুবে দূরে যায়
চোখ হয়ে আসে ছোট
দেহ-মন চলে না
সময় বলে বাড়ি হাঁটো
চাঁদ ডুবে দূরে যায়
চোখ হয়ে আসে ছোট
দেহ-মন চলে না
সময় বলে বাড়ি হাঁটো
[Chorus]
আসে ভোর ধরে ঘুম
অভিমানী বেডরুম
আহারে, আহারে কী জীবন
আসে ভোর ধরে ঘুম
অভিমানী বেডরুম
আহারে, আহারে কী জীবন
[Bridge]
কুয়াশায় মোড়া জোছনা
নদীতে প্রতিবিম্ব
কী অবাক করা দৃশ্য
দেখে একদম হতভম্ব
[Chorus]
ঝিরিঝিরি হাওয়া ছিলো
তবু কাঁপিনি শীতে কনকন
হাতে ছিলো সিগারেট
সাথে কেরু এন্ড কোং