Dour lyrics

by

Nemesis (BGD)



[Verse 1]
চারিপাশে গোলাগুলি
তোমায় একটা কথা বলি
আমায় মনে রেখো না
আমার কথা ভেবো না
মনে রাখলে ব্যথা যাবে বেড়ে
তোমার আঘাতে আমি যাবো হেরে
ছুটে যাও তুমি অন্য কোথাও

[Chorus]
কিছু না ভেবে দাও দৌড়!
দাও, দাও, দাও দৌড়!

[Verse 2]
আমার সামনে অমঙ্গলের ছাপ
আমার পিছনে তুমি এক নিষ্পাপ
মাঝে আছি আমি প্রতিবাদী

[Chorus]
তাই কিছু না ভেবে দাও দৌড়!
দাও, দাও, দাও দৌড়!

[Instrumental Break]

[Chorus]
দাও দৌড়!
দাও, দাও, দাও দৌড়!
[Outro]
চারিপাশে গোলাগুলি
চারিপাশে গোলাগুলি
চারিপাশে গোলাগুলি
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net