Ekhono Alo Ashe lyrics

by

Emon Chowdhury


[Verse 1]
নিখিল দিয়েছিল নরক নগ্নতা
আমার চোখে ছিল অমলিন দৃষ্টি
হৃদয় ছুঁয়েছিল মেঘের মগ্নতা
তবুও ঝরলো না প্রার্থিত বৃষ্টি
গুটিয়ে নিলে হাত, আঙুল সোনালিমা
ফোটালে পাথরের বুক জুড়ে কান্না
সহসাই কণ্ঠে নেমে এল কালিমা
ঝরে গেলো মাটিতে আলোকিত পান্না

[Chorus]
এখনও আলো আসে, জানালা খোলা রাখি
পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি
এখনও আলো আসে, জানালা খোলা রাখি
পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি

[Verse 2]
আলতো ছুঁয়ে গেলে এমন কুয়াশায়
আশায় বাঁধে ঘর হলুদাভ রাত্রি
জ্যোৎস্না পাতা ঝরে মাটিতে শিহরায়
উদাসী প্রান্তর উদাসীন যাত্রী

[Chorus]
এখনও আলো আসে, জানালা খোলা রাখি
পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি
এখনও আলো আসে, জানালা খোলা রাখি
পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি
এখনও আলো আসে, জানালা খোলা রাখি
পেছনে গান গায় খাঁচায় পোষা পাখি
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net