Aila Re Noya Daman lyrics

by

Traditional Transcriptions



আইলা রে নয়া দামান, আসমানের তেরা
বিছানা বিছাইয়া দিলাম শাইল ধানের নেড়া
দামান বও (IV)

বও দামান কও রে কথা, খাও রে বাটার পান
যাইবার কথা কও যদি কাইট্টা রাখমু কান
দামান বও (IV)

আইলা রে দামান্দের ভাই হিজলের মোড়া
ঠুনকি দিলে মাটিত পড়ইন ষাইট-সত্তইরের বুড়া
দামান বও (IV)

আইলারে দামান্দের বইন, কইবা একখান কথা
কইন্যার ভাইর চেহরা দেইখা, হইয়া গেলা বোবা
দামান বও (IV)

আইলারে দামান্দের ভাইর বউ, দেখতে বটর ঘাইল
উঠতে বইতে সময় লাগে, করইন আইল-জাইল
দামান বও (IV)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net