Bhule Jabo lyrics

by

Tahsan



[Verse 1: Tahsan]
সকালে উঠে দেখি, দেখি তুমি নেই
রাতের গল্প যেন, স্বপ্নের মতোই
আলতো হাসি মনে, তোমার লাজুক মুখ
বাতাসে হাওয়ায় ভাসি, শুধু তোমার সুখ

[Chorus:Tahsan]
সব ভুলে যাবো, প্রেম দিয়ে জীবন সাজাবো
তুমি যখন কাছে আমার, সব কথা আমি ভুলবো
সব ভুলে যাবো, প্রেম দিয়ে জীবন সাজাবো
তুমি যখন কাছে আমার, সবই ভুলে যাবো

[Verse 2: Tahsan]
জানালায় চুপচাপ, চাঁদ ভাসায় আলো আলো
তোমারই ছবি আঁকি, আঁকি আমার আলো
তোমার ছোঁয়া আমি পাওয়ার নেশায় ডুব
তোমারই নাম ডাকি শুধুই তোমার ধূল

[Chorus: Tahsan]
সব ভুলে যাবো, প্রেম দিয়ে জীবন সাজাবো
তুমি যখন কাছে আমার, সব কথা আমি ভুলবো
সব ভুলে যাবো, প্রেম দিয়ে জীবন সাজাবো
তুমি যখন কাছে আমার, সবই ভুলে যাবো

[Verse 3: Muza]
সব কিছু ভুলে যাবো
তোমার চোখের গভীরে, তারা ভরা নীল আকাশ
যেন লুকিয়ে থাকে
সব কিছু ভুলে যাবো
তোমার চোখের গভীরে, তারা ভরা নীল আকাশ
যেন লুকিয়ে থাকে
[Chorus: Tahsan]
সব ভুলে যাবো, প্রেম দিয়ে জীবন সাজাবো
তুমি যখন কাছে আমার, সব কথা আমি ভুলবো
সব ভুলে যাবো, প্রেম দিয়ে জীবন সাজাবো
তুমি যখন কাছে আমার, সবই ভুলে যাবো
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net