Cholona Harai lyrics
by Tahsan
কতদিন হয়নি দেখা
কতদিন দূরে থাকা
কতদিন হয়নি দেখা
কতদিন দূরে থাকা
কতটা অভিমান
জমে আছে দুচোখে
কিছু চাই না আজ
আর জীবনে
চলো না হারায় দূরে কোথাও
এক সাথে প্রণয়ে
চলো না বাধি স্বপ্ন আজ
ডুবে যাই এক চাদরে
চলো না হারায় দূরে কোথাও
এক সাথে প্রণয়ে
চলো না বাধি স্বপ্ন আজ
ডুবে যাই এক চাদরে
যে ফাগুন আগুন জ্বালে মনে
নিভে যাবে কি কোন এক
ঝড়েরও কারনে
মেঘের আনা-গোনা হবে কি মনে
যেখানে যাবো না ফিরে জীবনে
কতটা অভিমান
জমে আছে দুচোখে
কিছু চাই না আজ
আর জীবনে
চলো না হারায় দূরে কোথাও
এক সাথে প্রণয়ে
চলো না বাধি স্বপ্ন আজ
ডুবে জাক এক চাদরে
চলো না হারায় দূরে কোথাও
এক সাথে প্রণয়ে
চলো না বাধি স্বপ্ন আজ
ডুবে জাক এক চাদরে