Alshemi lyrics
by Level Five
[Pre-Chorus]
কখনো কি ভেবে দেখেছো
কেন আকাশ নীল ?
কখনো কি ভেবে দেখেছো
কেন ঘাসফরিং উড়ে বেড়ায় চিন্তাহীন?
রাতের ভীত তারারা লুকিয়ে পড়ে নিদ্রাহীন?
[Chorus]
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
[Pre-Chorus]
কখনো কি তুমি দেখেছো
রঙিন স্বপ্নের নীল?
দেখেছো কি মেঘের মাঝে
লুকিয়ে থাকা আকাশ নীল ?
তোমার আমার না বলা কথার
মাঝে এক অবুঝ মিল
[Chorus]
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি
আমার সব সরল ভাবনায়
তোমার আলসেমি