Obosheshey lyrics
by Level Five
[Verse]
দুর্বল দৃষ্টিতে ঘোলাটে স্মৃতি
পেড়িয়ে এসেছি কয়েক যুগ
একসাথে ভাবিনি এমন হতে পারে
এখন শুধুই অপেক্ষা
দুর্বল দৃষ্টিতে ঘোলাটে স্মৃতি
পেড়িয়ে এসেছি কয়েক যুগ
একসাথে ভাবিনি এমন হতে পারে
এখন শুধুই অপেক্ষা
[Pre-Chorus]
তুমি তো গিয়েছ চলে
না ফেরার পথে আর
আমি থাকি নিজ দেয়ালে
হয়তো অপেক্ষায়
তুমিতো গিয়েছ চলে
না ফেরার পথে আর
আমি থাকি নিজ দেয়ালে
হয়তো অপেক্ষায়
হয়তো অপেক্ষায়
[Chorus]
হয়তো আবার হবে দেখা অবশেষে
হয়তো আবার হবে দেখা অবশেষে
হয়তো আবার হবে দেখা অবশেষে