Gholate Megh lyrics
by Level Five
[Verse 1]
ঘোলাটে মেঘ, কাঁচের গ্লাস
শীতের সকাল, শালিকের ডাক
মুখে হাসি, চোখে জল
রাতের গান কে শোনাবে বল?
[Chorus]
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
[Verse 2]
তোমার ছবি একটু হাসে
চায়ের কাপে আমার সকালটা ভাসে
তোমার ছবি একটু হাসে
চায়ের কাপে সকালটা ভাসে
[Pre-Chorus]
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা
তোমার-আমার ছোট্ট গল্প
কবিতাতে একটু অল্প
তোমার-আমার ছোট্ট গল্প
কবিতাতে একটু অল্প
[Chorus]
সারাটা দেশে আঁধারের রং
আমি যে দেখি রঙিন শ্রাবণ
বৃষ্টি নামলে পাতা ভেজা
সূর্য উঠলে সবই ফাঁকা