তোমাকে ছেড়ে আমি (Tomake Chere Ami) lyrics
by Neha Kakkar
[Hook: Habib Wahid]
Hey hey aha haha aha
Hey hey aha haha aha
[Chorus: Habib Wahid]
তোমাকে ছেড়ে আমি, কি নিয়ে থাকবো
ভালোবেসে যাবো ওগো যতদিন বাঁচবো
হেসো না হেসো না জেনে রাখো তা
বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা
[Hook: Habib Wahid]
Hey hey aha haha aha
Hey hey aha haha aha
[Chorus: Habib Wahid]
Oooh...
তোমাকে ছেড়ে আমি, কি নিয়ে থাকবো
ভালোবেসে যাবো ওগো যতদিন বাঁচবো
হেসো না হেসো না জেনে রাখো তা
বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা... হৃদয়ের কথা
[Verse 1: Habib Wahid & Tulsi Kumar]
চাঁদেরও আলো দিয়ে মুখখানি দেখবো
পেয়ো নাকো লজ্জা খুব কাছে রাখবো
Ohh...
চাঁদেরও আলো দিয়ে মুখখানি দেখবো
পেয়ো নাকো লজ্জা খুব কাছে রাখবো
না না এভাবে করোনা বারণ
লাজটুকু কেড়ে নিলে হবে যে মরণ
সইতে পারবো না হারানোর ব্যাথা
বলেতো দিয়েছি আমি হৃদয়ের কথা
[Hook: Habib Wahid]
Hey hey aha haha aha
Hey hey aha haha aha
Hey hey aha haha aha
Hey hey aha haha aha
[Verse 2: Habib Wahid & Tulsi Kumar]
টিপ টিপ বৃষ্টিতে কিযে ভালো লাগছে
হৃদয়ের কথাগুলি শিষ দিয়ে ডাকছে
Ohh...
টিপ টিপ বৃষ্টিতে কিযে ভালো লাগছে
হৃদয়ের কথাগুলি শিষ দিয়ে ডাকছে
এমনও সুখ তুমি দিলে গো আমায়
কেড়ে নিতে পারবেনা মরনও তোমায়
শেষ করে দিয়ে আজ সব নিরবতা
বলেতো দিয়েছি আমি হৃদয়ের কথা
[Chorus: Habib Wahid]
Hooo...
তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো
ভালোবেসে যাবো ওগো যতদিন বাঁচবো
হেসো না হেসো না জেনে রাখো তা
বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা... হৃদয়ের কথা