Fooley Fooley Dholey Dholey lyrics

by

Rabindranath Tagore


[Verse 1]
ফুলে ফুলে ঢলে ঢলে
বহে কিবা মৃদু বায়
ফুলে ফুলে ঢলে ঢলে
বহে কিবা মৃদু বায়
তটিনী হিল্লোল তুলে
কল্লোলে চলিয়া যায়

[Chorus]
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
কুহু কুহু কুহু গায়
কি জানি কিসের লাগি
প্রাণ করে হায় হায়
ফুলে ফুলে ঢলে ঢলে
বহে কিবা মৃদু বায়

[Verse 2]
ফুলে ফুলে ঢলে ঢলে
বহে কিবা মৃদু বায়
তটিনী হিল্লোল তুলে
কল্লোলে চলিয়া যায়

[Chorus]
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
কুহু কুহু কুহু গায়
কি জানি কিসের লাগি
প্রাণ করে হায় হায়
ফুলে ফুলে ঢলে ঢলে
বহে কিবা মৃদু বায়
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net