Jakhan Esechile Andhokare lyrics

by

Rabindranath Tagore


যখন এসেছিলে, যখন এসেছিলে
অন্ধকারে চাঁদ ওঠেনি সিন্ধুপারে
চাঁদ ওঠেনি
যখন এসেছিলে, যখন এসেছিলে

হে অজানা, তোমায় তবে জেনেছিলেম
অনুভবে জেনেছিলেম
হে অজানা, তোমায় তবে জেনেছিলেম
অনুভবে জেনেছিলেম
প্রাণে তোমার পরশখানি বেজেছিল গানের তারে
যখন এসেছিলে, যখন এসেছিলে

তুমি গেলে যখন একলা চলে
চাঁদ উঠেছে রাতের কোলে
চাঁদ উঠেছে
তুমি গেলে যখন
তখন দেখি, পথের কাছে মালা তোমার
পড়ে আছে মালা তোমার
তখন দেখি, পথের কাছে মালা তোমার
পড়ে আছে মালা তোমার
বুঝেছিলেম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে

যখন এসেছিলে, যখন এসেছিলে
অন্ধকারে চাঁদ ওঠেনি সিন্ধুপারে
চাঁদ ওঠেনি
যখন এসেছিলে, যখন এসেছিলে
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net