Chirosokha He lyrics
by Rabindranath Tagore
চিরসখা হে, ছেড়ো না মোরে
ছেড়ো না
সংসার গহনে নির্ভয় নির্ভর
নির্জনসজনে সঙ্গে রহো
চিরসখা হে, ছেড়ো না মোরে
ছেড়ো না
অধনের হও ধন, অনাথের নাথ
হও হে, অবলের বল
অধনের হও ধন হে
অধনের হও ধন, অনাথের নাথ
হও হে, অবলের বল
জরাভারাতুরে নবীন করো
হে সুধাসাগর
চিরসখা হে, ছেড়ো না মোরে
ছেড়ো না