Amar Sokol Niye Boshe Achi lyrics

by

Rabindranath Tagore



আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়
আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়
আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়

যে জন দেয় না দেখা, যায় যে দেখে
ভালোবাসে আড়াল থেকে
দেয় না দেখা, যায় যে দেখে
ভালোবাসে আড়াল থেকে
আমার মন মজেছে সেই গভীরের
মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়

আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়
আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়
আমার সকল নিয়ে বসে আছি
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net