Priyotamo Ki Likhi Tomay lyrics

by

Lata Mangeshkar


কি লিখি তোমায়?

প্রিয়তম...
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?
তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?

কৃষ্ণচূড়ার বনে ছায়া-ঘন পথ
আঁকা-বাঁকা পথ
আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে
কৃষ্ণচূড়ার বনে ছায়া-ঘন পথ
আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে
বসে আছি বাতায়নে
তোমারই আশায়

কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?

ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়
কত কথা কয়
তোমার আসার কথা লেখা আছে সব কিনারায়
ভালবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়
তোমার আসার কথা লেখা আছে সব কিনারায়
গুনগুন করে মন
ব্যথারও ছায়ায়
কি লিখি তোমায়?
কি লিখি তোমায়?

তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার
কি লিখি তোমায়?
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net